এপ্রিল ২০১৯ এ বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের বাস্তবায়িত কর্মসূচি
সংবাদ প্রেরক: মো: হামজার রহমান শামীম
উপ পরিচালক
বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চল
সাতকানিয়ায় উপজেলা কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত
বাংলাদেশ স্কাউটস, সাতকানিয়া উপজেলার ব্যবস্থাপনা ও পরিচালনায় উপজেলা কাব ক্যাম্পুরী গত ০২-০৫ এপ্রিল ২০১৯ তারিখে অনুষ্ঠিত হয়। উপজেলা কাব ক্যাম্পুরীতে ৪৩টি কাব ইউনিট অংশগ্রহন করে। কাব ক্যাম্পুরী পরিদর্শন করেন আঞ্চলিক সম্পাদক স্কাউটার মো: জাকির হোসেন-এলটি।
রাংগামাটি জেলায় ব্যাজ কোর্স ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ স্কাউটস, রাংগামাটি জেলার গত ০৬-০৮ এপ্রিল ২০১৯ তারিখে জেলা স্কাউট ভবনে ব্যাজ কোস(কাব) অনুষ্ঠিত হয়। ব্যাজ কোর্সে ৪০জন কাব ও ৮জন প্রশিক্ষক অংশগ্রহন করে। ০৮ এপ্রিল ২০১৯ তারিখে সমাপনী অনুষ্ঠানে সনদপত্র প্রদানের মধ্য দিয়ে শেষ হয়। ০৮ এপ্রিল ২০১৯ তারিখে জেলা স্কাউট ভবনে গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারগণের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। সভা ১২ জন গ্রুপ সভাপতি ও ২৬ জন ইউনিট লিডার অংশগ্রহন করেন।
চট্টগ্রামে পিএস মূল্যায়নের প্রস্তুতি ক্যাম্প অনুষ্ঠিত
বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম মেট্টোপলিটন জেলার ব্যবস্থাপনা ও পরিচালনায় গত ০৪ এপ্রিল ২০১৯ তারিখে সরকারি মুসলিম হাই স্কুলে পিএস মূল্যায়নের প্রস্তুতি ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রস্তুতি ক্যাম্পে ৩৪ জন স্কাউট অংশগ্রহন করে। তাদের জাতীয় সদর দফতরের আদলে ৫টি স্টেশনে মূল্যায়ন সম্পন্ন করা হয়। স্কাউটের মৌলিক নিয়ে সেশন পরিচালনা করেন স্কাউটার মো: হামজার রহমান শামীম-এএলটি।
বোয়ালখালীতে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনা এবং বাংলাদেশ স্কাউটস, বোয়ালখালী উপজেলার পরিচালনায় গত ১৫ এপ্রিল ২০১৯ তারিখে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারগনের সমন্বয়ে উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০জন গ্রুপ সভাপতি, ২৫ জন ইউনিট লিডার ও ৪জন পরিচালকমন্ডলী উপস্থিত ছিলেন। উদ্বুদ্ধকরণ সভার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার, বোয়ালখালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় গ্রুপ সভাপতির দায়িত্ব ও কর্তব্য নিয়ে সেশন পরিচালনা করেন স্কাউটার মো: হামজার রহমান শামীম-এএলটি।
রাউজানে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনা এবং বাংলাদেশ স্কাউটস, রাউজান উপজেলার পরিচালনায় গত ১৬ এপ্রিল ২০১৯ তারিখে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারগনের সমন্বয়ে উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৯২জন গ্রুপ সভাপতি, ১৮ জন ইউনিট লিডার ও ৪জন পরিচালকমন্ডলী উপস্থিত ছিলেন। উদ্বুদ্ধকরণ সভার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার, রাউজান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় গ্রুপ সভাপতির দায়িত্ব ও কর্তব্য নিয়ে সেশন পরিচালনা করেন স্কাউটার মো: হামজার রহমান শামীম-এএলটি।
জেলা রোভার মুট এর মূল্যায়ন সভা অনুষ্ঠিত
বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম জেলা রোভারের জেলা রোভার মুটের মূল্যায়ন সভা গত ১৭ এপ্রিল ২০১৯ তারিখে জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। রোভার মুট সাংগঠনিক কমিটির ৩৮জন সদস্য সভায় উপস্থিত ছিলেন।
ফটিকছড়িতে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনা এবং বাংলাদেশ স্কাউটস, ফটিকছড়ি উপজেলার পরিচালনায় গত ১৮ এপ্রিল ২০১৯ তারিখে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারগনের সমন্বয়ে উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩২জন গ্রুপ সভাপতি, ১৮ জন ইউনিট লিডার ও ৪জন পরিচালকমন্ডলী উপস্থিত ছিলেন। উদ্বুদ্ধকরণ সভার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার, ফটিকছড়ি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এদিন দীক্ষা প্রদান অনুষ্ঠান ও অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দীক্ষা গ্রহন করেন।
আনোয়ারাতে ২১৩তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চল এর পরিচালনায় ও বাংলাদেশ স্কাউটস, আনোয়ারা উপজেলার ব্যবস্থাপনায় ২১৩তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স ২০ এপ্রিল ২০১৯ তারিখে উপজেলা সম্মেলন কক্ষ, আনোয়ারাতে অনুষ্ঠিত হয়। কোর্সে ৪০ জন প্রশিক্ষণার্থী ৫টি উপদলে ভাগ হয়ে অংশগ্রহন করে। বাঘ, সিংহ, হাতি,হরিণ এবং ঘোড়া নামে উপদলের নামকরণ করা হয়।
প্রথমে ওরিয়েন্টেশন কোর্সের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন জনাব মো: হাবীবুল হক-এলটি। স্কাউট আন্দোলনের ইতিহাস ও পটভুমি নিয়ে স্কাউটার মো: মোস্তাফিজুর রহমান, স্কাউটের মৌলিক বিষয় এবং আন্দোলনের সাংগঠনিক কাঠামো নিয়ে স্কাউটার মো: হামজার রহমান শামীম ,বিভিন্ন শাখার প্রোগ্রাম নিয়ে স্কাউটার স্কাউটার মো: হাবীবুল হক-এলটি এবং প্যাক, ট্রুপ, ক্রু মিটিং নিয়ে কোর্স লিডার স্কাউটার মো: জাকির হোসেন-এলটি আলোচনা করেন। সর্বশেষে সমাপনী অনুষ্টানে কোর্স লিডার ও স্টাফগণ কর্তৃক অংশগ্রহণকারীগণকে সনদপত্র প্রদান করা হয়। ১ মাস পরে বেসিক কোর্সে অংশগ্রহনের আহবান জানিয়ে কোর্স লিডার কোর্সের সমাপ্তি ঘোষনা করেন।
চট্টগ্রাম মেট্টো জেলা স্কাউটস এর মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত
বাংলাদেশ স্কাউটস, রাউজান উপজেলার পরিচালনায় গত ২২ এপ্রিল ২০১৯ তারিখে সরকারি মুসলিম হাই স্কুলে মেট্টোপলিটন জেলা স্কাউট অফিসে জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। সভায় ৩৯জন অংশগ্রহনকারী ও ৮জন ওয়ার্কশপ পরিচালকমন্ডলী উপস্থিত ছিলেন। ওয়ার্কশপে গত বছরের বাস্তবায়িত কার্যক্রম মূল্যায়ন করা হয় এবং আগামী বছরের কার্যক্রম প্রস্তাব করা হয়। আঞ্চলিক পর্যবেক্ষক হিসেবে মাল্টিপারপাস ওয়ার্কশপ পরিদর্শন করেন আঞ্চলিক সম্পাদক জনাব মো: জাকির হোসেন-এলটি এবং উপ পরিচালক স্কাউটার মো: হামজার রহমান শামীম।
বান্দরবান জেলা স্কাউটস এর মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত
বাংলাদেশ স্কাউটস, রাউজান উপজেলার পরিচালনায় গত ২৩ এপ্রিল ২০১৯ তারিখে জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। সভায় ৪৩জন অংশগ্রহনকারী ও ৮জন ওয়ার্কশপ পরিচালকমন্ডলী উপস্থিত ছিলেন। ওয়ার্কশপে গত বছরের বাস্তবায়িত কার্যক্রম মূল্যায়ন করা হয় এবং আগামী বছরের কার্যক্রম প্রস্তাব করা হয়। বিকেলে ডিপিইও ও ইউইওগণের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিপিইওসহ ১২জন শিক্ষা বিভাগীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন। আঞ্চলিক পর্যবেক্ষক হিসেবে মাল্টিপারপাস ওয়ার্কশপ পরিদর্শন করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আবদুস ছাত্তার এবং যুগ্ম সম্পাদক স্কাউটার মো: বেলাল হোসেন।
পটিয়াতে ১৩২তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত
বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ স্কাউটস, পটিয়া উপজেলার পরিচালনায় ১৩২তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স ২৫-২৯ এপ্রিল ২০১৯ তারিখে ইয়াকুবদন্ডী এইচ টি উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বেসিক কোর্সে ৩৬জন অংশগ্রহনকারী ও ৮ জন প্রশিক্ষক হিসেবে ছিলেন। কোর্সে উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার, পটিয়া উপস্থিত ছিলেন।
পটিয়াতে ৭৬তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত
বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ স্কাউটস, পটিয়া উপজেলার পরিচালনায় ৭৬তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স ২৫-২৯ এপ্রিল ২০১৯ তারিখে ইয়াকুবদন্ডী এইচ টি উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বেসিক কোর্সে ২৮জন অংশগ্রহনকারী ও ৮ জন প্রশিক্ষক হিসেবে ছিলেন। কোর্সে উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার, পটিয়া উপস্থিত ছিলেন। কোর্সদ্বয় পরিদর্শন করেন আঞ্চলিক সম্পাদক জনাব মো: জাকির হোসেন-এলটি এবং উপ পরিচালক স্কাউটার মো: হামজার রহমান শামীম।
কক্সবাজার জেলা স্কাউটস এর মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত
বাংলাদেশ স্কাউটস, রাউজান উপজেলার পরিচালনায় গত ২৬ এপ্রিল ২০১৯ তারিখে জেলা স্কাউট ভবনে জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। সভায় ৩১জন অংশগ্রহনকারী ও ৮জন ওয়ার্কশপ পরিচালকমন্ডলী উপস্থিত ছিলেন। ওয়ার্কশপে গত বছরের বাস্তবায়িত কার্যক্রম মূল্যায়ন করা হয় এবং আগামী বছরের কার্যক্রম প্রস্তাব করা হয়। আঞ্চলিক পর্যবেক্ষক হিসেবে মাল্টিপারপাস ওয়ার্কশপ পরিদর্শন করেন আঞ্চলিক সম্পাদক জনাব মো: জাকির হোসেন-এলটি এবং উপ পরিচালক স্কাউটার মো: হামজার রহমান শামীম।
কক্সবাজারে ৪র্থ স্কাউট বীচ ক্যাম্প অনুষ্ঠিত
বাংলাদেশ স্কাউটস এর ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার জেলার পরিচালনায় গত ২৫-২৯ এপ্রিল ২০১৯ তারিখে জেলা স্কাউট ভবনে ৪র্থ স্কাউট বীচ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ৩৯জন অংশগ্রহনকারী ও ৮জন ক্যাম্প পরিচালকমন্ডলী উপস্থিত ছিলেন। স্কাউট বীচ ক্যাম্প পরিদর্শন করেন আঞ্চলিক সম্পাদক জনাব মো: জাকির হোসেন-এলটি এবং উপ পরিচালক স্কাউটার মো: হামজার রহমান শামীম।
২২তম আঞ্চলিক মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত
বাংলাদেশ স্কাউটস এর ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় ২২তম আঞ্চলিক মাল্টিপারপাস ওয়ার্কশপ সরকারি মুসলিম হাই স্কুলে ২৯ এপ্রিল-০১ মে ২০১৯ তারিখে অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে ২৫জন ওয়ার্কশপ পরিচালকমন্ডলী এবং ৫৬জন অংশগ্রহনকারী অংশগ্রহন করেন। ওয়ার্কশপ পরিচালক হিসেবে বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক স্কাউটার মো: হামজার রহমান শামীম কাজ করেন।